০১। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং পাশের হার বৃদ্ধি করণ ।
০২। ১ জানুয়ারী সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে হাতে বই বিতরণ।
০৩। ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া উপকরণ (লেপটপ, স্কিন এবং প্রজেক্টর) বিতরণ।
০৪। উপজেলা পর্যায় থেকে অন লাইনে বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠনের শিক্ষকগনের এমপিও প্রসত্মাব প্রেরণ।
০৫। ০৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন এবং সকল উপকরণ বিতরণ।
০৬। ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবণ নির্মান।
০৭। ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সেকায়েপ প্রকল্প কর্তৃক উদ্দীপনা পুরষ্কার প্রদান।
০৮। ১০০% ভর্তি নিশ্চিত করণ।
০৯। ঝড়ে পড়ার হার হ্রাস করণ।
১০। সেকেন্ডারি এডুকেশান কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এন্সহান্সমেন্ট প্রজে্ক্ট (সেকায়েপ) কর্তুক মাধ্যমিক পর্যায়ে (ক্যাশ কার্ড ও অনলাইন ব্যাংকিং) এর মাধ্যমে
উপবৃত্তি প্রদান।
১১। সেকেন্ডারি এডুকেশান কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এন্সহান্সমেন্ট প্রজে্ক্ট (সেকায়েপ) থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বল্প ব্যয়ী ওয়াশ বস্নক স্থাপন, গভীর নলকুপ এবং উন্নত ওয়াশ বস্নক স্থাপন কার্যক্রম বাস্তবায়ন।
১২। উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রির্সোস সেন্টার ফর এডুকেশান ( ইউআইটিআরসিই ) ভবন স্থাপন।
১৩।অত্র উপজেলা এবং পাশর্বর্তী (ধোবাউড়া ও ফুলপুর) উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
১৪।উচ্চ মাধ্যমিক এবং সণাতক পর্যায়ে সুষ্ঠুু ভাবে নির্ধারিত হারে শিক্ষার্থীদের অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে
উপবৃত্তি প্রদান নিশ্চিত করণ।
১৫। সৃজনশীল পাঠ কার্যক্রম এবং সৃজনশীল প্রশ্ন পত্র প্রণয়ন এবং সে অনুযায়ী পরীক্ষাগ্রহণ।
১৬।পিবিএম বাস্তবায়ন এবং এ বিষয়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষ ০৪ জন শিক্ষকে প্রশিক্ষণ প্রদান।
১৭। জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষাবিষয়ক প্রশিক্ষণে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষ ০২ জন শিক্ষকে প্রশিক্ষণ প্রদান।
১৮। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম মনিটরিং।
১৯। মাল্টিমিডিয়া ক্লাস রুম পর্যবেক্ষণ এবং অন-লাইনে তথ্য প্রেরণ।
২০। শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন জোড়দার করণ।
১৬। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাউপকরণ বিতরণ।
১৭। শিক্ষক প্রশিক্ষণে শিক্ষক মনোনয়ন এবং প্রেরণ।
১৮। আমত্ম উপজেলায় শিক্ষকগণের ইন-হাউজ ট্রেনিং কার্যক্রম বাস্তবায়ন।
১৯। মাল্টিমিডিয়া ক্লাস গ্রহণের জন্য কন্টেন্ট তৈরী বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং কন্টেন্ট তৈরী করে বিতরণ।
২০। সৃজনশীল মেধা অন্বেশন কার্যক্রম বাসত্মবায়ন এবং সেরা মেধাবীদের পুরষ্কার প্রদান এবং জেলায় প্রেরণ।
২১। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠ নির্বাচন এবং পুরষ্কার প্রদান।
২২। গ্রীষ্মকালীন ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং সেরা নির্বাচন ও শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন।
২৩। জাতীয় শিক্ষা জরিপ ও আইএমএস এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান তথ্য সংগ্রহ কার্যক্রম বাসত্মবায়ন।
২৪। সেকায়েপ শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ।
২৫।সকল শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ গঠন এবং মাদক বিরোধী কমিটি গঠন এবং জঙ্গীবাদ বিরোধী কার্যক্রম গ্রহণ।
২৬। সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট গঠন এবং কার্যক্রম বাসত্মবায়ন।
২৭। সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট এবং গার্ল গাইড গঠন এবং কার্যক্রম বাসত্মবায়ন।
২৮। জেএসসি এবং জেডিসি পরীক্ষাপরিচালনা।
২৯। মা সমাবেশ এবং অভিভাবক সমাবেশ পরিচালনা।
৩০। ম্যানেজিং কমিটি এবং শিক্ষক অভিভাবক সমিতির সদস্যগণকে প্রশিক্ষণ প্রদান।
৩১। পিবিএম বাসত্মবায়ন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস